১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ ১৯:৪৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪৫ বার।

১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শনিবার দুপুরে নাটোরে সভা শেষে এ সিদ্ধান্ত নেয় বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সড়ক মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন চলাচল, জ্বালানী তেল ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

 

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে নাটোর কালাইখালী এলাকায় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। সভায়  উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সড়ক মহাসড়কে থ্রি হুইলার, নসিমন করিমন, ভটভটী চলাচল, জ্বালানী তেল ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা, পুলিশী হয়রানির প্রতিবাদসহ ১১ দফা দাবিতে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে বাস ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

 

দাবি মেনে না পাওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলতে থাকবে বলে জানান তিনি।