তারকাদের ক্রিকেট লিগে কে কোন দলে খেলবেন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৩ ১৮:০৭ ।
বিনোদন
পঠিত হয়েছে বার।

মাঠে ব্যাট-বল হাতে লড়ছেন রুপালি পর্দার তারকারা, আর ডাগআউট ও গ্যালারিতে বসে সমর্থন জানাচ্ছেন তাদেরই সহকর্মীরা। এমন দৃশ্য কোথায় দেখা যায়- বলতে পারেন? কী মনে পড়ছে না?

সিসিএলের নতুন আসরের সূচি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এবারের আসরে থাকছে আটটি দল। দলগুলো হলো- মুম্বাই হিরোজ, চেন্নাই রাইনোজ, বেঙ্গল টাইগার্স, কেরালা স্টাইকার্স, কর্নাটকা বুলডোজারস, তেলেগু ওরিয়ারস, পাঞ্জাব ডি শের ও  ভোজপুরি দাবাংস। বেঙ্গালুরুতে শুরু হবে এবারের সিসিএল। আর ফাইনাল হবে হায়দরাবাদে।

এর আগে যারা সিসিএল দেখেছেন, তারা মাঠে ববি দেওল, সনু সুদ, সুনীল শেঠি, মোহনলালের মতো তারকাদের খেলতে দেখেছেন। স্বাভাবিক কারণেই মনে প্রশ্ন জাগছে, এবারের আসরেকোন তারকাদের মাঠে দেখা যাবে? তবে সেটা এখনো জানা যায়নি। 

অবশ্য আট দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বরাবরের মতো এবারও বেঙ্গল টাইগার্সের নেতৃত্বে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত। মুম্বাই হিরোজকে নেতৃত্ব দেবেন সম্প্রতি নিজের পরিচালিত প্রথম ছবি ‘বেদ’ দিয়ে বক্স অফিস কাঁপানো রিতেশ দেশমুখ। জনপ্রিয় অভিনেতা আর্যর কাঁধে পড়েছে চেন্নাই রাইনোজের দায়িত্ব।

আগের মতোই ভোজপুরি দাবাংসকে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি।কর্নাটক বুলডোজারস দলের অধিনায়ক করা হয়েছে দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা সুদীপকে। সম্প্রতি একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেতা কানচাকো বোবান থাকছেন কেরালা স্টাইকার্সের অধিনায়ক হিসেবে। এ ছাড়া অখিল আক্কেনেনিকে মাঠে দেখা যাবে পাঞ্জাব ডি শের ও তেলেগু ওরিয়রের নেতৃত্বে।