আঙুল ফোটালে কী হয়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৩ ১৯:২৩ ।
লাইফস্টাইল
পঠিত হয়েছে ২৮ বার।

জীবনে হাতের আঙুল ফোটাননি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে এই অভ্যাস ভালো না খারাপ অনেকেই জানেন না। তাই আজ থাকছে এ বিষয়ে বিশেষ কিছু তথ্য।

দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে কিংবা কাজ করার পর অনেকেরই হাত কিংবা পায়ের আঙুল ফোটান কিন্তু কেন এমন হয়, জানেন কী?

চিকিৎসাশাস্ত্র বলছে, আমাদের বিভিন্ন হাড়ের জয়েন্টে থাকে তরল পদার্থ। সিনোভিয়াল ফ্লুইড নামে এই তরল পদার্থে গ্যাস বাবল তৈরি হলেই আঙুল ফোটালে শব্দ হয়।

তবে এই আঙুল ফোটানোর সঙ্গে মানসিক বা শারীরিক কোনো সমস্যার যোগ নেই। এ অভ্যাসে দুশ্চিন্তা কমে বলে অনেকে মনে করেন। তবে এরও কোনো যোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।

হাড়ের বা বাতের সমস্যা থাকলে এ আঙুল বেশি ফোঁটে তারও কোনো সম্পর্ক নেই। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক ব্লগ পোস্ট থেকে জানা যায়,আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিও নেই এই আঙুল ফোটানোর অভ্যাসে। তবে বেশি বেশি এই অভ্যাসে বাড়তে পারে জিয়েন্টে প্রদাহজনিত সমস্যা।