বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৩ ১৮:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৭২ বার।

বগুড়ার শেরপুরে সুপ্তি দত্ত (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২মে) দুপুরে শহরের জগন্নাথপাড়ার নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুপ্তি দত্ত পৌর শহরের জগন্নাথপাড়া মহল্লার সুনিল কুমার দত্তের মেয়ে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অনার্স তৃতীয়বর্ষে অধ্যয়নরত। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার (২১মে) রাতে খাবার শেষে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন সুপ্তি দত্ত। পরদিন সকালে ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তাদের মনে সন্দেহ হয়। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সেলিং ফ্যানের সঙ্গে ওই কলেজ ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সম্ভবত পারিবারিক কলহের কারণে বাবা-মার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুপ্তি দত্ত আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে।

তিনি আর বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।