নানা আয়োজনে বগুড়ার সঃ আজিজুল হক কলেজে ফল উৎসব

মেহেরুননেছা ইতি
প্রকাশ: ১৫ জুন ২০২৩ ১৯:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৪ বার।

নানা আয়োজনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে মৌসুমি ফল উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীদের আয়োজনে বাংলা বিভাগে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী।

ফল-ফলাদির উপকারিতা, ফল উৎসবের মূল লক্ষ্য ও উদেশ্য, ফলের গাছ রোপনের প্রয়োজনীয়তা বিষয়ে কলেজের অধ্যক্ষ শাজাহান আলী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মানুষকে ফলের উপকারিতার বার্তা দিতে এমন আয়োজন। এখন মানুষের মধ্যে ফল খাওয়ার অনীহা তৈরি হয়েছে। প্রত্যেক মানুষের জন্য মৌসুমী ফল খাওয়া খুব জরুরি। তিনি ফল ব্যবসায়ীদের কীটনাশক মিশিয়ে ফল দূষিত না করার আহ্বান জানান।

ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, কলা, তালশাঁস, আনারস, পেপের মতো মৌসুমি ফলসহ নানা রকমের ফলের প্রদর্শনী করা হয়।

বৃহস্পতিবার ওই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. গাজী তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার কাউছার সিকদার ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দিন।