শাজাহানপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ও ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৫ ।
বগুড়ার খবর
৩দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার বগুড়ার শাজাহানপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী ফারুক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মোতারব হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, সাইফুল ইসলাম বিমান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, ইউপি সচিব মাহবুবুর রহমান, ইউপি সদস্য আব্দুল মজিদ প্রমুখ।
উন্নয়ন মেলায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদসহ মোট ১৩টি স্টল স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন