তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী প্রতিটি মানুষের বিজয়- মীর শাহে আলম

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

 

উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী মানুষের বিজয়ের প্রতীক। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় শুরু হবে।

 

মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।