নন্দীগ্রামে সড়ক দুর্ঘনায় মোটরসাইকেল আরোহী নিহত

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আবু তালেবের ছেলে। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিমন হোসেন ও তার বন্ধু রাকিবুল ইসলাম মোটরসাইকেল যোগে কুন্দারহাট থেকে নন্দীগ্রাম আসার পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। পরে দুর্ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমন হোসেনকে মৃত ঘোষণা করেন। 

 

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ২জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমন হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, এ সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।