নওগাঁয় ধানের চাতালে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী এলাকায় আব্দুর রহমান নামের এক ব্যক্তির ধানের চাতাল থেকে লাইলী বেগম (৪৮) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার পার -এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোজাফফর হোসেন।

চাতালের শ্রমিকরা জানান, চাতালের একটি ঘরে স্বামী-স্ত্রী বসবাস করে আসছিল। শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। পরের দিন সকালে ঘরে গলাকাটা অবস্থায় লাশ দেখতেপেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হযেছে। ধারনা করা হচ্ছে  স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাতের কোন এক সময় বটি দিয়ে লাইলীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আমজাদ হোসেন। তাকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল ) জয়ব্রত পাল বলেন, নিহত লাইলী বেগম এর স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। গলাকেটে রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে তার স্বামীই এ হত্যা কান্ডের সাথে জড়িত। থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।