নওগাঁয় বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে রাসিক মেয়র লিটনের এপিএস গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫ ১৬:১৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৫২ বার।

রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) ভোর ৫ টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। 

বিষয়টি বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। 

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়ীতে আশ্রয় নিয়ে আছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ীতে অভিযান চালায়। অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরী ইউনিয়ন বিএনপির একটি ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা এবং নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু (৪০) রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন। 

 

এ বিষয়ে বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিটু বদলগাছীর চাকরাইল গ্রামের একটি বাড়ীতে লুকিয়ে আছে। সে বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায়য় একাধিক মামলা রয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।