বিশ্বকাপে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ ১৬:৩২ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

আগামী ১ জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই হিসেবে টুর্নামেন্টের বাকি দেড় মাসেরও কম সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ। পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উতরাই পার হতে হবে টাইগারদের। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশা হারাচ্ছেন না। তবে দলকে নিয়ে বেশি প্রত্যাশা করতে মানাও করলেন তিনি।

 

শান্ত বলেন, ‘প্রতি বছর দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে এটা করব, সেটা করব। এসব নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এ প্রত্যাশা খুব একটা করার দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। দরকার নাই। ফলাফল যখন হবে তখন বোঝা যাবে।’

 

বাংলাদেশ দলের জার্সিতে যারা খেলে তারা সামর্থ্যের বেশি দেয় বলে দাবি নাজমুলের, 'আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দেবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এ বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।'