বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ ২১:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৬ বার।

বগুড়ায় মাসব্যাপী  তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত আটটার শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বগুড়া প্রেস ক্লাব এ মেলার আয়োজন করে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কাজি মিজানুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি  জে এম রউফ। এতে স্বাগত বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু এবং শুভেচ্ছা বক্তব্য দেন মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমির হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু। 

অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা মিলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।