বগুড়ায় ২য় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ মে ২০২৪ ১৮:০১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৮ বার।

দ্বিতীয় ধাপে বগুড়ার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক সভাকক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম ২৮জন প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন। প্রতীক পেয়েই প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রচারণা শুরু করে দেন। 

কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আল হাসিবুল হাসান , এ এন এম আহসানুল হক ঘোড়া ও আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আহম্মেদুর রহমান মোটরসাইকেল প্রতীক, মাহবুবা নাসরিন কাপ-পিরিচ ও ফজলুল হক প্রামানিক আনারস প্রতীক পেয়েছেন। 

আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতীক, তোফায়ের হোসেন ঘোড়া প্রতীক, রাশেদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের সময়  অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেনসহ জেলা সিনিয়র নির্বাচন অফিসের কর্মকর্তা ও তিন উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

 আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।