বগুড়ায় বাই সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ মে ২০২৪ ২১:২১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৭ বার।

বগুড়ায় বাইসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দুপচাঁচিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ এর আগে বিকালে কাহালুর নারহট্ট এলাকায় তিনি বাই সাইকেলের ধাক্কায় গুরুতর আহন হন। 

 

নিহতের নাম আব্দুল রশিদ। তিনি কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মল্লিপপুর এলাকার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, বিকালের দিকে আব্দুল রশিদ নারহট্ট ভেমরা এলাকায় মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে  বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি দ্রুতগামী সাইকেল তাকে ধাক্কায় দেয়৷ এসময় তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার দুপচাঁচিয়া হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। 

 

তিনি আরও জানান, পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।