বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ মে ২০২৪ ১৭:৫০ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১৪৫ বার।

বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ বুধবার দুপুরে দুপচাঁচিয়ার আক্কেলপুর - বগুড়া সড়কে বেড়াগ্রাম এলাকায়  এ ঘটনা ঘটে। 

 

নিহতের নাম মোকাব্বর হোসেন৷ তিনি বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি সিএনজি চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। 

 

পুলিশের এই কর্মকর্তা জানান,  দুপুরের দিকে মোকাব্বর মুরগীর বাচ্চা কিনতে তার সিএনজি নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোকাব্বরের মৃত্যু হয়৷ 

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।