রাণীনগরে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
প্রকাশ: ২১ মে ২০২৪ ১৮:৩৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগরে ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করা হয়। এলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি অফিসার ফারজানা হক, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায়, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিসার জাফরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম প্রমূখ।

 

পরে কৃষি প্রযুক্তি মেলায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধি প্রযুক্তির ১৫ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।