নির্বাচনের দায়িত্ব পালনে অষ্টম শ্রেণির ছাত্র
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হোসাইন (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রকে আনসারের পোষাক পড়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। চাচা আলামিনের পরিবর্তে সে নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছেন বলে ওই স্কুল ছাত্র জানিয়েছেন। এ ঘটনা জানাজানির পর তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।
উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনসার পোষাক পড়ে দায়িত্ব পালন করছে অষ্টম শ্রেণির ছাত্র। ছবি: সময় সংবাদ
মঙ্গলবার (২১ মে) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্কুলছাত্র হোসাইনকে জিজ্ঞেস করলে সে জানায়, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। সে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে নির্বাচনের ডিউটি করতে এসেছিল।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, বিষয়টি জানার পর তাকে ওই কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করা হয়। যার পরিবর্তে ডিউটি করতে এসেছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।