লেখক চক্রের আয়োজন

বগুড়ায় ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০২৪ ১৯:১৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৭৪ বার।

তরুণ কবিদের নিয়ে বগুড়ায় দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু হচ্ছে। বগুড়া লেখক চক্রের উদ্যোগে আগামী ২৪ মে শুক্রবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়নে কবিতা উৎসবের উদ্বোধন করা হবে। পরদিন সারিয়াকান্দিতে যমুনা নদীতে রয়েছে কবিতাভাসান। বুধবার দুপুরে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের খুঁটি-নাটি তুলে ধরা হয়। 


বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্পর্ধিত তারুণ কবিতা উৎসব কমিটির আহবায়ক এম রহমান সাগর। তিনি জানান, বগুড়ায় প্রথমবার এ ধরনের উৎসবের আয়োজন করা হচ্ছে। দুই দিনব্যাপী কবিতা উৎসবে সারাদেশ থেকে অনত্ত ২০০ কবি অংশগ্রহণ করবেন।


সংবাদ সম্মেলনে জাননো হয়, ২৪ মে সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়নে উৎসবের উদ্বোধন করবেন বগুড়ার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তী। দ্বিতীয় দিন যমুনা নদীতে কবিতাভাসানের পূর্বে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলেক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের ও শিল্পী গোলাম সাকলায়েন বিটুল, সংগঠনটির সভাপতি কবি ইসলাম রফিক, সহ-সভাপতি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, উৎসব কমিটির সদস্য সচিব কবি সাফওয়ান আমিন, আমির খসরু সেলিম, সিকতা কাজল, মুনসুর রহমান তানসেন, মাহাবুব টুটুল, হিরণ্য হারুন, জীবন সাহা, আহম্মেদ সাব্বির, আবু রায়হান, অনামিকা রায়, শাকিবুল শাকিল প্রমুখ। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগ্রা ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি জে এম রউফ।