বগুড়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ’র পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ ২১:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন  বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি)আরাফাত হোসেন ,জেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব মো: হযরত আলী,বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন,জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগিতা ১৫ জন ,জাতীয় পর্যায়ে শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ৫ জন,জেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৯১ জন ছাত্র ছাত্রী কে পুরস্কার প্রদান করা হয়েছে।