বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।
নিহতের নাম চন্দন দে। তিনি সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়া মহল্লার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ।
তিনি জানান, গত ৭ জুলাই বিকেলে রথযাত্রা উৎসবে সেউজগাড়ি আমতলা এলাকায় রথের চূড়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শে ৫ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২৮ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুশান্ত পাল এবং চন্দন দে কে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চন্দন দে মারা যান।
এর আগে, গত ৭ জুলাই রথযাত্রার শুরুর দিন বিকাল সোয়া পাঁচটার দিকে শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে রথের চূড়ার সাথে ১১ হাজার কেভি বিদ্যুতিক তারের সংস্পর্শে ৫ জন মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের মৃত সুদেব এর মেয়ে শ্রীমতি রঞ্জিতা , আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের মৃত ভবানী মহন্তের ছেলে নরেশ মহন্ত , সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী , শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার, এবং সারিয়াকান্দি উপজেলার বাসুদেব সাহার স্ত্রী জলী রানী সাহা। পরে এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷ এই কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়৷