বগুড়ায় দেয়ালে দেয়ালে আন্দোলনের চিত্র ও প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৪ ১৮:৪২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৯ বার।

বগুড়ায় দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে শহরের সাতমাথা এলাকায় বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের চিত্রকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। এর পাশাপাশি শিক্ষার্থীরা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং শহরকে সবুজায়ন করতে রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন। 

 

সরেজমিনে দেখা যায়, শহরের জিলা স্কুলের দেয়ালে শিক্ষার্থীরা রংতুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন। এসব দৃশ্যে আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ অন্য শহীদদের ছবি আঁকানো হয়েছে। এর পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে দেয়ালে। 

 

আঁকানোর কাজে অংশ নেয়া আতিকুর রহমান আতিক বলেন, দেয়ালে দেয়ালে যে ভাষা ফুটে উঠেছে তা আমাদের প্রতিবাদের ভাষা। যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণ করে রাখতে আমাদের এই কর্মসূচী।  পাশাপাশি সুন্দর, সাম্য,বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপও আমাদের এই কর্মসূচির অংশ।'  

 

 

সুমাইয়া পারভীন নামে এক শিক্ষার্থী বলেন,  'আমাদের ছাত্রসমাজ এখন দায়িত্ব নিতে শিখে গেছে, তারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে, পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব পালন করছে। আশা করি এই তরুণদের হাত ধরে বাংলাদেশ হয়ে উঠবে জনতার প্রত্যাশিত রাষ্ট্র।'

 

দেয়াল লিখন কর্মসূচির পাশাপাশি একদল শিক্ষার্থী শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে স্কাউট৷ বিএনসিসির সদস্যরাও। এর আগে,  শিক্ষার্থীরা শহর পরিস্কার করেন এবং বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।