রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে দেড় লাখ টাকা দামের গরু চুরি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৭ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার একডালা ফকিরপাড়া গ্রামের সখিন উদ্দীনের ছেলে কৃষক জাহাঙ্গীর আলমের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক কৃষক জাহাঙ্গীর আলম জানান,শনিবার সন্ধ্যায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে ওঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা কেটে চোরেরা গরু চুরি করে নিয়ে গেছে। গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,গরু চুরির ঘটনা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।এঘটনায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন