বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে খোশ মেজাজে অভিষেক-ঐশ্বরিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ ।
বিনোদন
পঠিত হয়েছে বার।

বেশ কয়েকমাস ধরে সামাজিক মাধ্যমে বচ্চন পরিবারের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা-কল্পনার যেন শেষ নেই। অভিষেক-ঐশ্বরিয়া জুটির বিচ্ছেদ বলিউড পাড়ায় একরকম মুখরোচক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

এই জল্পনাকে আরও বেশি উস্কে দিয়েছিল, যখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চনদের সঙ্গে নয় বরং মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই। ক্যামেরার সামনেও আলাদাই পোজ দেন। 

 

অভিষেক-ঐশ্বরিয়ার ডিভোর্সের এসব জল্পনা-কল্পনার মধ্যেই এবার প্রকাশ্যে এল এই দম্পত্তির ‘হ্যাপি মোমেন্ট’-এর ভিডিও। 

 

শুধু তাই নয়, ভিডিওটি সেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠান থেকেই প্রকাশ্যে এসেছে। জামনগরের অনুষ্ঠানের ডকুমেন্টারি ভিডিওতেই ক্যামেরায় ধরা পড়েছে অভিষেক-ঐশ্বরিয়ার হাসিখুশি মেজাজের মুহূর্ত। তারকাদম্পতির মাঝে বসে মেয়ে আরাধ্যাও ততোধিক খুশির আমেজে। 

 

 

সেখানেই দেখা গেল, রং মিলান্তি পোশাকে সেজেছিলেন জুনিয়র বচ্চন দম্পতি। সোফায় একসঙ্গে বসে অনন্ত-রাধিকার প্রাকবিবাহের জমজমাট অনুষ্ঠান উপভোগ করছেন। আরাধ্যাও সেখানে মা-বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেল।