বগুড়া আজিজুল হক কলেজের নতুন অধ্যক্ষ শওকত আলমগীর
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ ১৯:৫৮ ।
শওকত আলমগীরকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মীরা
প্রধান খবর
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর শওকত আলমগীরকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়। এছাড়া বর্তমান অধ্যক্ষ খোন্দকার কামাল হাসানকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মাহবুব আলম। এ আদেশ ৩০ অক্টোবরের মধ্যে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
শওকত আলমগীর বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।
আরও পড়ুন