রাণীনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ ১৭:১৫ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার রাতে উপজেলার লোহাচুড়িয়া বিলপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মাদক বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার লোহাচুড়িয়া বিলপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিলপাড় গ্রামের আমান সরদারের ছেলে আখের সরদার (৭০) এর বাড়ী তল্লাশী করে একশত গ্রাম গাঁজাসহ আখের সরদার ও তার ছেলে লেবু সরদারের স্ত্রী ফজিলা বেগম (৩৫)কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন