বগুড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ ১৮:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৩ বার।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,   সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সন্ত্রাস মুক্ত  সমাজ গড়তে হলে সবাইকে কুরআনের শীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের তৈরি করা মতবাদে শান্তি নেই। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর স্রষ্টার বিধান দিয়েই সমাজ পরিচালনা করতে হবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলেই দুনিয়াতে শান্তি ও পরকালীন মুক্তির মিলবে। তিনি বুধবার বগুড়ার সোনাতলায় জামায়াতে ইসলামী বালুয়া ইউনিয়ন শাখার আয়োজিত জাহানাবাদ সিনিয়র আলীম মাদরাসার হলরুমে কর্মী ও সুধী সমাবেশ একথা বলেন।

 

বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ  মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, উপজেলা সুরা সদস্য অধ্যাপক মাওলানা মতিউর রহমান, শহীদ সৈকতের বাবা মো: নজরুল ইসলাম প্রমুখ।