গাবতলীতে মুনলাইট প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
প্রেস বিজ্ঞপ্তি
এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সমাজসেবায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সারাদেশের সেরা সংগঠন সম্মানপ্রাপ্ত সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। বগুড়ার গাবতলীর সুবাদ বাজারে তাদের পরিচালিত মুনলাইট আর্টিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে শীতের কাপড় তুলে দেন।
শীতের কাপড় পেয়ে আনন্দ আর উচ্ছাস প্রকাশ করেন শিশুরা।
ছড়া, গান আর আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাইম হাসান, বাগবাড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির মনজুরুল হক টুটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক জেমি আক্তার, রহিম বাদশা, নাসিদ হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সালেমা বেগম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইতি খাতুন, সানজিদা খাতুন ।
অনুষ্ঠান উপস্থাপন করেন মুনলাইটের মুস্তাকিম হোসেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনলাইট হেলথ কমপ্লেক্স, মুনলাইট থেরাপি সেন্টার, মুনলাইট ট্রেনিং সেন্টার এবং মুনলাইট পাবলিক লাইব্রেরী সহ মুনলাইটের সেবামূলক কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বগুড়ার গাবতলী উপজেলার সুবাদবাজারে মুনলাইট বিনামূল্যের চিকিৎসা সেবা ওষুধ বিতরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা ও উন্নয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।