বগুড়ায় ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের নবীনবরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ আজ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বরার্ট রবিন মারান্ডী। 

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জীবন হচ্ছে জাগ্রত মুহুর্তের কতকগুলো অনুভুতির সমষ্টি। নবীনবরণের অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতাই বলা চলে। নতুনদের আহ্বান করতে পুরাতনদের স্থান ছেড়ে দিতে হবে এটাই যেন চিরন্তন রীতি। শিক্ষাক্ষেত্রে কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। সেই সাথে সুশিক্ষায় আলোকিত হতে হবে। পাশাপাশি সুশৃঙ্খলা-নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এসব বিষয়ে সজাগ থাকতে হবে। 

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, সহকারী প্রধান শিক্ষক পারভীন আকতার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সষ্টিটিউট এর উপাধ্যক্ষ আইএনএম মাহবুবুল ইসলামসহ প্রমুখ।