বগুড়ায় অনুমোদন ছাড়াই ১৫ ওষুধ তৈরি, মামলার নির্দেশ
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ‘ফেয়ার ল্যাবরেটরি ইউনানি’ নামের এক ওষুধ কারখানায় অনুমোদনহীনভাবে ১৫টির বেশি ওষুধ উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে ওই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তিনমাথা এলাকার এই প্রতিষ্ঠানের সন্ধ্যান পাওয়ার পর এখানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, ‘ফেয়ার ল্যাবরেটরি ইউনানি অনুমোদনহীন ওষুধ ছাড়াও ভেষজ উপাদান, অননুমোদিত রঙ মেশানো, সকল সিরাপ এবং ঔষধে নিষিদ্ধ স্যাকারিন মেশানোসহ অনেক অপরাধে জড়িত।’
তিনি আরও জানান, ‘পরে ওই প্রতিষ্ঠানের র‘ ও স্যাকারিন মেশানো ঔষধগুলো ধ্বংস করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ওষুধ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’