বগুড়ায় শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাধা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩৯ বার।

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে খবির হোসেন নামে মাদরাসা শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়াসহ জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ করেও প্রতিকার মিলছে না। ফলে শিক্ষক পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনযাপন করছেন।

 

জানা গেছে, উপজেলার জোড়শিমুল গ্রামের ইমার উদ্দিনের ছেলে শিক্ষক খবির হোসেনের প্রতিবেশী হাফিজার রহমানের ছেলে মকিম, হাকিম ও তোজামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। গত ১৫ আগস্ট খবির হোসেন বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এ সময় হাকিম ও মকিমসহ তার লোকজন বাধা দেয়। এর জন্য খবির হোসেন সীমানা প্রাচীর নির্মাণ করতে পারছেন না। এ ঘটনায় খবির হোসেন বাদি হয়ে মকিম, হাকিমসহ ৩ জনের নামে থানায় অভিযোগ করেন।

 

ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলার আসামিরা সীমানা প্রাচীর নির্মাণে বাধা কিংবা জমি দখলের চেষ্টা করবে না মর্মে আদালতে হাজির হয়ে বিচারকের কাছে মুচলেকা প্রদান করে। তারপরও তারা সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও জমি বেদখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় ১৭ ও ২৫ নভেম্বর খবির হোসেন আসামিদের বিরুদ্ধে থানায় ফের পৃথক ২টি অভিযোগ করেন। তারপরও আসামিদের হাত থেকে শিক্ষক পরিবারটি রক্ষা পাচ্ছে না। থানায় অভিযোগ করায় আসামিরা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে।

 

এ বিষয়ে মকিম হোসেন জানান, ওয়ারিশ সূত্রে আমরা খবিরের জমির অংশীদার। কিন্তু তিনি আমাদের পাওনা বুঝে দিচ্ছেন না। এ কারণে আমরা জমির অংশ বুঝে নেয়ার চেষ্টা করছি। কিন্তু তিনি বারবার আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন।  

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগগুলোর তদন্ত কাজ চলমান রয়েছে। অপরদিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।