বগুড়ায় অবৈধ একনলা বন্দুকসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৮১ বার।

বগুড়ায় অবৈধ একনলা বন্দুক ও ৫টি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে শিবগঞ্জের মোকামতলা মুরাদপুর এলাকার রংপুর- ঢাকা মহাসড়কের উপরে চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মো: মবিন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর এলাকার সহিদুলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

পুলিশের এই কর্মকর্তা জানান,  দিবাগত রাতে রংপুর- ঢাকা মহাসড়কের উপরে চেকপোস্ট এর মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ একনলা বন্দুক ও ৫টি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।