বগুড়ায় উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১১৪ বার।

বগুড়ায় কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসা গ্রহণ শেষে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর রাত সোয়া ৯টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল মালেক। তিনি আমিনপুর এলাকার মৃত মোদাচ্ছের আলী সরকারের ছেলে। এছাড়াও তিনি শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৫ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলায় শেরপুর কৃষকলীগের সভাপতি আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারের পর থানায় আসা মাত্রই আসামি বুকের ব্যথা অনুভব করে এবং তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আসামীর ইসিজি পরীক্ষা করার পর প্রাথমিক চিকিৎসায় তেমন কোন জটিলতা না পাওয়া গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ আসামীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসা শেষে ছাড়পত্র প্রদান করলে আজ রবিবার আসামি আব্দুল মালেককে আদালতে পাঠানো হয়।