বগুড়ায় চাঞ্চল্যকর রানা পাইকাড় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:১৬ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪০৫ বার।

বগুড়ায় চাঞ্চল্যকর রানা পাইকাড় হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব৷ রবিবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে নন্দীগ্রাম উপজেলার দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার আসামির নাম মজিদ ফকির৷ তিনি বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত মংলা ফকিরের ছেলে। সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। 

র‍্যাবের এই কর্মকর্তা জানান,  পূর্ব শত্রুতার জের ধরে   দলবদ্ধ হয়ে গুরুতর জখম করে নৃশংসভাবে রানা পাইকাড়কে হত্যা করা হয়৷ এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মজিদ ফকির ঘটনার পর থেকেই পলাতক ছিলেন৷ পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।