বগুড়ায় আতা বাহিনীর প্রধান ও তার সহযোগী গ্রেপ্তার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ত্রাস আতা বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতা (২৮) ও তার সহযোগী বিপুল চন্দ্র বর্মন (২৩) ঢাকায় র্যাব’র হাতে ধরা পড়েছে। গতকাল রোববার রাতে র্যাব সদস্যরা তাদের কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত আতাউর রহমান আতা কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবাকলমা গ্রামের আব্দুর রাজ্জাকের এবং বিপুল চন্দ্র বর্মন একই গ্রামের মন্টু চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ জানায় আতার বিরুদ্ধে কাহালু থানাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অস্ত্র, জমি-বাড়ি দখলসহ মোট ৯টি এবং তার সহযোগী বিপুল চন্দ্র বর্মনের বিরুদ্ধেও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। মামলার কারণে আতা ও বিপুল চন্দ্র ঢাকায় গিয়ে আত্মগোপন করে। গোপন সংবাদেরভিত্তিতে গত রোববার দুপুরে র্যাব ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কাহালু থানা পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।
এর আগেও আতা ২০২৩ সালের জুলাই মাসে ধারালো অস্ত্রসহ ধরা পড়ে জেলহাজতে যায়। কিছুদিন পর সে আবার জেল থেকে জামিনে মুক্তি পায়। কাহালুতে অস্ত্র মামলায় ধরা পড়ার পর সে পুলিশকে বলেছিল সে আর কোন অপরাধে জড়াবে না। কিন্তু জেলহাজত থেকে বের হবার পরেও সে অপরাধ করা থেকে বিরত হয়নি।