শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনে উত্তাল সার্বিয়া, কথা বলতে চান প্রেসিডেন্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩ ।
আন্তর্জাতিক
পঠিত হয়েছে বার।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রবিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তবে তাদের সঙ্গে কৃষক, শ্রমিক, শিক্ষকরাও ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

 

গত সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রবিবারের জমায়েত ছিল ঐতিহাসিক। সম্প্রতি উত্তর সার্বিয়ার নভি সাদ স্টেশনের একটি ছাদ ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। 

 

অভিযোগ ওঠে, দুর্নীতির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। এর পরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। চাপের মুখে এরই মধ্যে সরকার কয়েক জনকে গ্রেফতারও করেছে।

 

দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছিলেন, তিনি মোটেও চিন্তিত না এই আন্দোলন নিয়ে। তার বিরোধীরাই এই আন্দোলনের পেছনে রয়েছে। কিন্তু রবিবারের বিক্ষোভ দেখার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস।