হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:১০ ।
আন্তর্জাতিক
পঠিত হয়েছে বার।

ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করেছে যে, তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য প্রকাশ করেন।  

 

গত জুলাই মাসে তেহরানে হানিয়াকে একটি বাড়িতে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। এই হামলায় হানিয়ার দেহরক্ষীও নিহত হন।  

 

এদিকে হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তেল আবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয়।  

 

হুতিরা দাবি করেছে, গাজায় সংঘটিত ‘গণহত্যার’ প্রতিশোধে তারা এই হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের একটি বিস্ফোরক বোঝাই ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। ড্রোনটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো সতর্কতা সংকেত জারি করা হয়নি।  

 

গাজা সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইসরায়েল ও হুতিদের মধ্যে চলমান এ ধরনের পাল্টা হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলছে।