বগুড়া নিউমার্কেট ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুলের উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৫৪ বার।

বগুড়া নিউমার্কেট ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় বড় জামে মসজিদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের উপর হামলা ও দোকান ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর নির্দেশে তার উপর হামলা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে মার্কেটে বৈধ কমিটি থাকা অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা কেন্দ্রীয় বড় জামে মসজিদ অবৈধভাবে দখল করে। আমরা দোকান মালিক সমিতির সদস্যরা প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি। তারা অবৈধভাবে বড় মসজিদ কমিটি পরিচালনা করেছে।

কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বগুড়া জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সকল দোকানদারের সমর্থনে আমি বড় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। দায়িত্বকালিন অবস্থায় কমিটির লোকজন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর নির্দেশে শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন ও শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখের পূর্বের অবৈধ কমিটিকে নিয়ে আমাদেরকে না জানিয়ে ঢাকা ওয়াকফ ইস্টেট থেকে গোপনে কমিটি করে। ওই কমিটি শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু নির্দেশে বৈধতা চান। শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন ও জেলা যুবলীগের সিনিয়র সভাপতি আলহাজ্ব শেখের সময় গঠিত কমিটি দ্বারা পরিচালিত করতে চান হিরু। এরপর আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করি। হামিদুল হক চৌধুরী হিরু বিএনপির সকল নেতাকে তোয়াক্কা না করে গতকাল বুধবার জেলা প্রশাসন কার্যালয়ের এক সরকারি কর্মকর্তা আমাদেরকে না জানিয়ে হিরুর দলসহ একটি কমিটি ঘোষণা করেন।

 জানতে চাইলে হামিদুল হক চৌধুরীর হিরুর কিছু চিহ্নত সন্ত্রাসী লোকজন আমাকে মারপিট করতে আসে। এসময় দোকানদাররা আমাকে বাঁচাতে গেলে এক পর্যায়ে তাদের দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। 

বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু জানান, ভাংচুরের যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। ঘটনার প্রতিবাদ করা হয়েছে।