বগুড়ায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রেস বিজ্ঞপ্তি
‘সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার ২০ বছরে’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় উদযাপিত হলো বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের স্থানীয় একটি মোটেলে বগুড়া জেলা প্রতিনিধি প্রবীর মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজনীতিবিদ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কবি, শিল্পি, সাহিত্যিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পণ করল বৈশাখী টেলিভিশন। এই দীর্ঘ পথ পরিক্রমায় বৈশাখী টেলিভিশনের সঙ্গে যারা ছিলেন, এবং আছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বৈশাখী টেলিভিশন সব সময় সাধারণ মানুষের কথা বলবে। সমাজ থেকে সকল অন্যায় তুলে ধরবে, আগামী দিনে বৈশাখী টেলিভিশন আরো সামনের দিকে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করছি।
তারা আরো বলেন, বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।
এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে কেক কর্তন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।