তারেক রহমান ১৭ বছর জালিম সরকারের বিরুদ্ধে লড়াই করে স্বৈরাচার মুক্ত করেছে দেশ- মীর শাহে আলম
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়া শিবগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে মোলামগাড়ি উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মীর শাহে আলম।
শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।
এসময় প্রধান অতিথি মীর শাহে আলম আগামী দিনে সবাইকে বিএনপি এবং ধানের শীষের পক্ষে থাকার আহবান জানিয়ে বলেন, সবাই জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি সদুর লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর ধরে জালিম সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। আমাদের বগুড়ার সন্তান সেই নেতা তারেক রহমান যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে তার জন্মভূমিতে ফিরে এসে দেশ ও জনগণের দায়িত্ব নিতে পারেন এবং মহান আল্লাহ যেন তাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করে সেজন্য সবাই দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, বিএনপি নেতা আবদুল করিম, ফারুক আহমেদ, যুবদল নেতা খালিদ হাসান আরমান, মেহেদী হাসান তমাল প্রমুখ। পরে ১০০০ দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।