বগুড়ার নারুলীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪৩ বার।

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে শহরের নারুলী গণকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো: ফরিদ। তিনি সারিয়াকান্দি উপজেলার মৃত সিরাজুলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, সান্তাহার থেকে বুড়িমারীগামী  করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় এক ব্যক্তি নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে সাবগ্রামের এক ব্যক্তি ওই মরদেহের পরিচয় নিশ্চিত করেন। নিহতের আত্মীয় জানান, তিনি( নিহত) মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

 

তিনি আরও জানান, এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।