গণিতে যুক্তির ভয় দুর করতে বগুড়ায় শিক্ষায় ভুমিকা রাখছে ম্যাথ ভিশন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ ২১:৩৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৯ বার।

গণিত ভীতি আর নহে, গণিত কবির নির্ভয়ে স্লোগানে বগুড়ায় ম্যাথ ভিশন’র নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা তিন শিক্ষার্থীকে উপহার হিসেবে ল্যাপটপ তুলে দেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ম্যাথ ভিশন আয়োজিত নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ম্যাথ ভিশন এর পরিচালক খন্দকার মোঃ ছনির পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সরকারি শাহ সুলতান কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ কবির মিয়া, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক নুরে আলম রাঙ্গা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান রজিব, অবসরপ্রাপ্ত অধ্যাপক ছামসুল হক মন্ডল, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গণিতে যুক্তির ভয় দুর করতে বগুড়ায় শিক্ষায় ভুমিকা পালন করছে ম্যাথ ভিশন। বগুড়ার সেরা সকল স্কুলের গণিতে যেসব শিক্ষার্থী কৃতিত্ব রাখছে তাদের বেশির ভাগ শিক্ষার্থী ম্যাথ ভিশনের। প্রতিটি শিক্ষার্থী তাদের গণিতে যুক্তিগত বিষয় সহজে বুঝে উঠে না। সেই যুক্তিগত বিষয় শিক্ষার্থীদের সামনে খুব সহজে উপস্থাপন করে। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় খুব সহজে পুর্ন নাম্বার অর্জন করছে। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য ভাল শিক্ষা প্রতিষ্ঠান খোঁজেন। যাতে সন্তানরা সঠিকভাবে পড়াশোনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। সঠিক শিক্ষাগ্রহণে ম্যাথ ভিশন ব্যাপক ভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তাই বলা যায়, বগুড়া গণিতে শিশু শিক্ষার্থীদের ভীতি দুর করতে শিক্ষায় ব্যাপক ভুমিকা পালন করছে।

নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাথ ভিশনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুদীপ্ত ঘোষ, চতুর্থ শ্রেণির তালহা আহমেদ ও পঞ্চম শ্রেণির তানজীম আহমেদ সেরা শিক্ষার্থী হওয়ায় পুরস্কার হিসেবে তাদের হাতে ল্যাপটপ এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইসলাম এশাকে বাই সাইকেল তুলেদেন অতিথিরা। এছাড়াও ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ম্যাথ ভিশনের পরিচালক খন্দকার মোঃ ছনি।