কাহালুতে কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালককে ফুলেল শুভেচছা

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৯ বার।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সদ্য পদন্নোতি প্রাপ্ত মোঃ মাছুদুর রহমানকে রোববার কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।

 

 উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এঁর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  রেবেকা সুলতানা ডলিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

 

 মোঃ মাছুদুর রহমান প্রায় তিন বছর ধরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি নাটোর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে উপপরিচালক  পদে পদন্নোতি পেলেন।

 তিনি পদন্নোতি পাওয়ার পর কাহালুতে এলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।