নওগাঁয় জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান ছিলো।

 

রাজশাহীর ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়’ এর সহযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন)। গত বৃহস্পতিবার ঐতিহাসীক পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে উৎসবের উদ্বোধন করা হয়। শুক্রবার নওগাঁ শহরের বসির উদ্দিন মেমোরিয়াল কলেজে (বিএমসি) প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয়।

 

চূড়ান্ত পর্বে স্কুল-কলেজ পর্যায়ে মুখোমুখি হয়ে ঢাকার স্বতন্ত্র বিতর্ক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম (বিএনডিপি) ও রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের বিতর্ক সংগঠন পেট্রোনাস। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে মুখোমুখি হয় ঢাকার বিতর্ক সংগঠন মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চট্টগ্রামের বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

 

স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

 

স্কুল-কলেজ পর্যায়ের টুর্নামেন্ট সেরা বিতার্কিক নির্বাচিত হয় রাজশাহীর শিরইল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক ওমায়ের হোসেন। চূড়ান্ত পর্বে সেরা বিতার্কিক নির্বাচিত হন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম (বিএনডিপি) এর বিতার্কিক ইয়াসির আরাফাত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের টুর্নামেন্ট সেরা বিতার্কিক নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিক রেদোয়ান মহোসিন। চূড়ান্ত পর্বে সেরা বিতার্কিক নির্বাচিত হন মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি'র বিতার্কিক নূর মোহাম্মদ শুভ।

 

প্রতিযোগিতায় স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের বিতর্ক সংগঠন পেট্রোনাস এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার বিতর্ক সংগঠন মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

 

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় দেশের নানা প্রান্তের ২০ টি স্কুল-কলেজ ও ২৬ টি বিশ্ববিদ্যালয় সবমিলিয়ে ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে ১৩৮ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারীদের মাঝে নওগাঁর শিল্প, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

 

শনিবার রাত ৮ টায় সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। এসময় ডিসিএন নওগাঁর সভাপতি তানজিম বিন বারি এর সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসাইন, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সামসুল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন ও ডিসিএন এর সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিতার্কিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।