বগুড়ায় জমি দখল নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৩ বার।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘পৈত্রিক সম্পত্তি রক্ষা, আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ’ সংবাদটি অস্বীকার করে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁরা । এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গফুর প্রামানিক।

 

সংবাদ সম্মেলনে গফুর প্রামানিক জানান, পৈত্রিক সম্পত্তি রক্ষা ও আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ নামক প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন । জেএল নং- ২৩৯, মৌজা- মাঝিড়া, সাবেক দাগ নং- ৬৩৫, হাল দাগ নং- ৮৭ এর উত্তর ধারে ৩ শতক জমিতে দীর্ঘ ৮০ বছর ধরে আমরা আধাপাকা দোকানঘর নির্মান করে ব্যবসা করে আসছি। ওই নালিশি সম্পত্তির সিএস নং- ১৮৯ এর মালিকের কাছে থেকে আমার বাবা ছৈইমউদ্দিন কিনে তার নিজ নামে ১৯১ এমআর খতিয়ান ও তার ওয়ারিশদের নামে হাল গেজেটেড ১১৩ নং মাঠ রেকর্ড ও খারিজ খতিয়ান ২৪৯৯ (৯-১) ১২/২/২০২২ প্রস্তুত আছে । যার হিসাব নং- ১২৭০।

 

হাল সাল পর্যন্ত খাজনা পরিশোধ করে ডিসিআর পেয়েছি। নালিশী দাগের সম্পত্তিতে বাদী আব্দুল মোমিন বগুড়া জেলা প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে ৭১/৯৬ নং বন্টন মামলা দায়ের করে এবং হেরে যায় । অতপর ওই রায়ের বিরুদ্ধে প্রথম ২য় যুগ্ম জজ আদালতে ৫০/১৮ আপিল দায়ের করলে আদালত মোমিনের আপিল খারিজ করে দেয়। আমরা সকল মামলার রায়ে ডিক্রি এবং জমির সমস্ত কাগজপত্র পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ডের নকশা অনুমোদন স্বাপেক্ষ জমিতে নির্মাণ কাজ শুরু করি।

 

কাজ চলাকালীন অবস্থায় মোমিন ও তার ছেলে সেলিম তাদের মামলার খরচ বাবদ ২০,০০,০০০/- লক্ষ টাকা দাবী করে । আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদেরকে বিভিন্নভাবে জীবন নাশের হুমকি ও মামলার ভয়ভীতি প্রদান করে।

 

বাদী মোমিনের দাবী কৃত হাইকোর্ট সিভিল রিভিশন মামলার কোন নোটিশ বা রায়ের কপি আমরা আজ অবদি হাতে পাইনি। মোমিন সকল মামলায় হেরে গিয়ে তার ছেলে সেলিমের দায়েরকৃত এডিম কোর্টের নোটিশ ২২/১২/২০২৪ তারিখে আমরা হাতে পাই ও তা মান্য করি। এছাড়াও গত ২০ ডিসেম্বরে মোমিন ও তার ছেলের ভাষ্যমতে রাতের আধারে ঢালাই কাজ করার বিষয়টি মিথ্যা ভিত্তিহীন।

 

সংবাদ সম্মেলনে আল-আমিন, সাইদুর রহমান, আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন । ভুক্তভোগীরা জীবনের নিরাপত্তা ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।