বগুড়ায় ইক্বরা মডেল মাদ্রাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৫ ১৮:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের টিটু মিলনায়তনে ইক্বরা মডেল মাদ্রাসার সুধী সমাবেশ মাদরাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গোলাম রব্বানী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। সুধী সমাবেশে প্রধান আলোচক ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন ড. আবু সালেহ মামুন, ড. শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান, এরশাদ আলী, মাওলানা আব্দুল বাসেদ, আজাদুর রহমান, শহীদুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সন্তানদের মাদরাসায় পাঠিয়ে সুশিক্ষায় শিক্ষত করার জন্য সকলের প্রতি আহবান জানান। সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ইক্বরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ ফিরোজ আহমেদ।