সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ায় সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

‘আল্লাহ বাঁচাবে প্রাণ-আমরা করবো স্বেচ্ছায় রক্তদান’ স্লোগানকে সামনে রেখে ৩০ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে এই শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সারিয়াকান্দি থানার ওসি তদন্ত জনাব মোঃ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব। এ সময় প্রায় শতাধিক মহিলা ও পুরুষদের মাঝে কম্বল প্রদান করা হয়।

সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড এর সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র উপহার বিতরণ কর্মসূচি সম্পূর্ণ হয়। উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ: মো: তোজাম্মেল হক, দেশ হসপিটাল বগুড়ার পরিচালক মো: আপেল মাহমুদ, সারিয়াকান্দি উপ-সহঃ কমিউনিটি মেডিকেল অফিসার ডি.এম.বি এইচ.এস (স্বাস্থ্য) ডাক্তার মোঃ মেহেদি হাসান, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক তারেক আল মামুন (তরুন), রামচন্দ্রপুরের শিক্ষক মাসুদ রানা, খোরশেদ আলম, পুলিশ সদস্য মিঠু মিয়া, ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম, ওসমান গনি, মাহাবুর আলম, জোবায়েদ রহমান সবুজ, লিটন চন্দ্র, মেহেদী হাসান, মো: হৃদয় খান, আরাফাত রহমান, রাশেদ মাহমুদ, নুরুল ইসলাম, রাকিবুল হাসান আহাদ, মো: টিপু সুলতানসহ সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।