আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে দুর্ধর্ষ চুরি
পুণ্ড্রকথা ডেস্ক
রাজধানীর আদাবরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে লকার ভেঙ্গে ভয়াবহ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বাসায় থাকা ৪৪ ভরি স্বর্ণ, নগদ টাকা, ১০ ভরি রূপা এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী বাবলী সরকার বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় স্বর্ণ ও নগদ টাকাসহ শুক্রবার অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। আটককৃতরা হলেন- মাহিন ও রেহান।
বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া।
জানা যায়, আদাবর ১৬ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় ভয়াবহ এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গত ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ভুক্তভোগী বেড়াতে যায়। সেই সুযোগে তার এক আত্মীয়ের সহযোগিতায় বাসায় চোর চক্রের সদস্যরা প্রবেশ করে বাসায় থাকা ৪৪ ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপা সহ নানান আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
বাসায় এসে বিষয়টি টের পাওয়ার পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় মামলা করার পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ভুক্তভোগীর এক আত্মীয়সহ দুইজন আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় চোরাই হওয়া স্বর্ণের মধ্যে ৩২ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আদাবর ১৬ নম্বর এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় বাসার লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরি হয়। পরবর্তীতে আদাবর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে এবং এর সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। দুজনের মধ্যে একজন বাদীর আত্মীয়।
ওসি আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী একজন কন্ঠশিল্পী। তার নাম বাবলী সরকার। ঘটনার দিন ভুক্তভোগী বাসায় না থাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাসপাতালে ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটে। আটককৃত দুজনের মধ্যে একজন ভুক্তভোগীর ভাতিজা এবং অন্যজন ভাতিজার বন্ধু। এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ, দশ ভরি রূপা এবং ৮৭ হাজার টাকা উদ্ধার করি। বাকি স্বর্ণ উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।