বগুড়ায় স্পোর্টস রিপোর্টার্সের স্টেডিয়ামের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে রোববার দুপুরে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যান ও কর্মচারীদের মাঝে শীতের উপহার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আলম, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক যায়যায়দিনের বগুড়া প্রতিনিধি এমরান হোসেন লিখন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমূখ।