বগুড়ার শেরপুরে সমবায় দলের পথসভা
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানিয়েছেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর শহরের খেজুরতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
উপজেলা সমবায় দলের সভাপতি মুশফিকুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় কেন্দ্রীয় সভাপতি জ্যোতি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে কোনো লাভ নেই। কারণ দেশের শতকরা আশি ভাগ মানুষ এই দলটিকে ভালোবাসেন। তিনি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্যে করে বলেন, ১৯৭১ সালে আপনারা কোন সেক্টরে এবং কোথায় যুদ্ধ করেছেন জাতি জানতে চায়। এমনকি আপনারাতো রাজাকারের ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন।
সমবায় দলের নেতা জাহিদুল ইসলাম মুকুল ও ওমর ফারুকের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দৈনিক ইনকিলাব বগুড়ার বিশেষ প্রতিনিধি মহসীন রাজু, বগুড়া সমবায় দলের সভাপতি মারজান আহাদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নওগাঁ জেলা শাখার সভাপতি এবিএম মোজাহারুল হক কমল, সাধারণ সম্পাদক মশিউর রহমান সোহাগ, উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজার রহমান নিলু, বদিউজ্জামান বদি, কায়কোবাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সমবায় দলের নেতা মতিউর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।