বগুড়ায় চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা টাস্কফোর্স কমিটির অভিযানে শেরপুর উপজেলার ৪টি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। রবিবার ৪ দুপুরে শহরের হাসপাতাল রোড এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান নেতৃত্ব জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টীম অভিযানে অংশ নেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিপুল পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে করিম ফার্মেসীকে ২ হাজার টাকা, মানিক ফার্মেসীকে ২ হাজার টাকা, মেসার্স হাসনা মেডিক্যাল স্টোরকে এক হাজার টাকা এবং নুসরাত মেডিসিন কর্ণারকে দেড় হাজার টাকা অর্থদন্ড করে।
অভিযান সম্পর্কে ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ওষুধের বাজার স্থিতিশীল ও গুণগত মান নিশ্চিত করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।